টুসান: গুলিবিদ্ধ হওয়ার পর মার্কিন প্রতিনিধি সভার সদস্য গ্যাব্রিয়েল গির্ফোডস বুধবার প্রথমবারের মতো চোখ মেলেছেন। গিফোর্ডস দেখার পর এ কথা বলেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওবামা বুধবার কিছুক্ষণের জন্য গির্ফোডসকে দেখতে মেডিকেল সেন্টারে যান। ওই সময় অন্যান্য কংগ্রেস সদস্যও তার সঙ্গে ছিলেন। ওবামা বলেন, ‘গ্যাবি (গিফোর্ডস) প্রথমবারের মতো চোখ খোলেন’।
ওবামা বলেন, ‘গ্যাবি তার চোখ খুলেছেন, তার অর্থ তিনি জানেন আমরা সেখানে আছি, গ্যাবি জানেন আমরা তাকে ভালোবাসি’।
গত শনিবার অ্যারিজোনার টুসান অঞ্চলে একটি সুপারমার্কেটের সামনে জনসভা চলাকালে একজন বন্দুকধারী বন্দুক তোলে ধরে গুলি করা শুরু করে। এতে ডেমোক্র্যাট দলীয় মার্কিন কংগ্রেসের প্রতিনিধি সভার সদস্য গ্যাব্র্যিয়ল গিফোর্ডস মাথায় গুলিবিদ্ধ হন। পরে বন্দুকধারী ভীড়ের মধ্যে এলোপাথারি গুলি চালালে একজন ফেডারেল বিচারক ও নয় বছরের মেয়ে শিশুসহ ছয়জন নিহত এবং আরও ১২ জন আহত হয়।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১