ওয়াশিংটন: যুক্তরাষ্টের সামরিক বাহিনীর প্রধান (জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান) মাইক মুলেন বৃহস্পতিবার বলেছেন, পাকিস্তান বৈশ্বিক সন্ত্রাসবাদের কেন্দ্র।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উচ্চপদস্থ এই কর্মকর্তা বলেন, পাকিস্তানে যতদিন পর্যন্ত সন্ত্রাসীদের স্বর্গরাজ্য বন্ধ করা না হবে ততদিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সফল হবে না।
বিদেশী গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি অরও বলেন, ‘আমি আগেও বলেছি এবং এখনও বলছি, পাকিস্তান বর্তমানে সন্ত্রাসবাদের কেন্দ্র। এতে এমনভাবে মনোযোগ দেওয়া উচিৎ যাতে আমরা সন্ত্রাসবাদ নির্মূল করতে পারি। পাকিস্তানের সন্ত্রাসীদের স্বর্গরাজ্য বন্ধ করে দেওয়া সত্যিই কঠিন। তবে এটি ছাড়া আমরা আফগানিস্তানেও সফল হতে পারব না। ’
তিনি আরও বলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কাইয়ানির সঙ্গে এ বিষয়ে ‘অনেক আলোচনা’ করেছেন।
মুলেন কাইয়ানির সন্ত্রাসবিরোধী কৌশল সম্পর্কে বলেন, ‘তিনি এই হুমকির বিরুদ্ধে সেনাবাহিনীকে গড়ে তুলেছেন। একইসঙ্গে হুমকিও বেড়ে উঠছে। ’
তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে পাকিস্তানের ভূমিকার প্রশ্নবিদ্ধ। সম্প্রতি পাঞ্জাবের গভর্নর সালমান তাসির হত্যাকা- এবং ক্ষমতাসীন জোট সরকারের সময় মুত্তাহিদা কওমি মুভমেন্ট চলে যাওয়া বা ফিরে আসা রাজনীতির ক্ষেত্রেও সংকটের মুখে পড়েছে।
তিনি বলেন, ‘আমাদের সবারই এ বিষয়ে দায়িত্ব আছে এবং এর দ্রুত সমাধান দেখতে চাই। এ জন্য এর সঙ্গে যুক্ত সবাইকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ’
মুলেন বলেন, ‘যখন আমি অঞ্চলের কথা বলি সেটা কেবল পাকিস্তান, আফগানিস্তানের দিকে ইঙ্গিত করে নয়। এতে ইরান, রাশিয়া ভারতও রয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ১৩ জানুয়ারি ২০১১