নয়াদিল্লি: ভারতীয় যুদ্ধবিমানপ্রেমীদের জন্য সুখবর বয়ে নিয়ে এসেছে সুইডিশ এক মহাকাশ কোম্পানি। বিশ্বের সবচেয়ে অগ্রসর ও বহুমুখী যুদ্ধবিমানে ভ্রমণ করতে পারবেন তারা।
সুইডেনের বিমান ব্যবসায়ী প্রতিষ্ঠান সাব (এসএএবি) এ আহ্বান জানিয়েছে। বিজয়ী উত্তরদাতা আগামী ৯-১৩ ফেব্রুয়ারি ভারতের ব্যাঙ্গালোরে অনুষ্ঠেয় অ্যারো ইন্ডিয়ার প্রদর্শনীতে যুদ্ধবিমান গ্রিপেনে ভ্রমণের সুযোগ পাবেন।
ওই কোম্পানির একটি বিবৃতিতে বলা হয়, সব প্রতিযোগীকে খুব সহজ একটি কাজ করতে হবে। আর তা হচ্ছে একগুচ্ছ প্রশ্নের উত্তর দিতে হবে। কোম্পানির ওয়েবাসাইটে (www.gripentopgun.com) এ প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে হবে। অথবা ওই সাইটে গ্রিপেন ‘ভ্রমণে’ যেতে হবে।
এ ভ্রমণ হচ্ছে, ওয়েবসাইটে ‘গ্রিপেন টপ গানস’ প্রতিযোগিতায় অপেশাদার ও পেশাদার দুই লেভেলের খেলায় অংশ নেওয়া। এতে যুদ্ধবিমান সম্পর্কে অনুরাগীদের জ্ঞানের বহর কেমন তা জানা যাবে। বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
স্ইুডেন ও ভারতের শীর্ষ বৈমানিকরা এ প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকছেন। প্রতিযোগীদের মধ্য থেকে কয়েকটি স্তর পেরিয়ে মাত্র একজন এ সুযোগ পাবেন। তিনিই যুদ্ধবিমান জেএএস ৩৯ গ্রিপেন-এ চড়ে উড়বেন। এছাড়াও যারা সঠিক উত্তর দেবেন ও ড্রয়ে জিতবেন তাদের জন্য যুদ্ধবিমান চালকের পোশাক, গ্রিপেন অ্যাভিয়েটর চশমা, এক্সকুসিভ ক্যালেন্ডার, ব্যাজ, স্টিকার, কলম ইত্যাদি পুরস্কার রয়েছে।
ব্যাঙ্গালোরের প্রদর্শনীতে তিন গ্রিপেন যুদ্ধবিমান নিয়ে আসবে সুইডেন।
প্রতিষ্ঠানটির প্রচারণাসংক্রান্ত পরিচালক এদভার্দ দে লা মত্তে বলেন, ‘ভারতের মানুষ যতো বেশি করে উড্ডয়ন ও আকাশ নিরাপত্তার প্রযুক্তিগত জটিলতা অনুধাবন করতে পারবেন, ততোই সুইডিশ বিমানপ্রযুক্তি ও সুইডিশ প্রযুক্তির ইতিহাস সম্পর্কে তারা জানতে পারবেন। ’
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১