ঢাকা: দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল।
শনিবার দুপুরে রামলীলা ময়দানে তিনি শপথ নেন।
ভিআইপি সংস্কৃতির অবসানে প্রতিশ্রুতবদ্ধ ও দুর্নীতিবিরোধী অরবিন্দ কেজরিওয়াল মেট্রোরেলে চড়ে রামলীলা ময়দানে শপথ নিতে যান।
শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পর প্রথম মন্ত্রীপরিষদ বৈঠকে বসবেন অরবিন্দ কেজরিওয়াল। এএপির সরকার রোববার থেকে কাজ শুরু করবে।
নিজের দায়িত্ব সম্পর্কে কেজরিওয়াল বলেছেন, ‘আমি মনেকরি, আমার অনেক বড় দায়িত্ব। ‘
কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। রামলীলা নিরাপত্তার দায়িত্বে ছিলেন হাজার ৬শ পুলিশ। ২০টির বেশি স্থানে ছিল গোপন ক্যামেরা। ময়দানে দাঙ্গা পুলিশ ও সাঁজোয়া যানের পাশাপাশি দিল্লি পুলিশ কমান্ডো ও বোমা নিস্ক্রিয়করণ দলের উপস্থিতি ছিল।
দিল্লির দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে বিশাল জনসমাগমের অনুষ্ঠানে শপথ নিলেন কেজরিওয়াল। এর আগে ১৯৯৬ সালে একটি স্টেডিয়ামে শপথ নিয়েছিলেন বিজেপির শাহেব সিং ভার্মা।
রামলীলা ময়দানই কেজরিওয়ালকে রাজনীতির ময়দানে নিয়ে আসে। রামলীলায় ২০১১ সালে দুর্নীতি বিরোধী আইনের দাবিতে গান্ধীবাদী আন্না হাজারের টানা ১৬ দিনের উপবাসে কেজরিওয়াল সঙ্গে ছিলেন।
রাজনীতিতে জড়ানো নিয়ে আন্না হাজারের সঙ্গে মতপার্থক্য ঘটলে আলাদা হয়ে আম আদমি পার্টি গঠন করেন কেজরিওয়াল।
রাজনীতিতে জড়ানোর সিদ্ধান্ত যে সঠিক ছিল তার যথার্থ প্রমাণ দিয়েছেন কেজরিওয়াল। দিল্লির রাজ্য সরকার নির্বাচনে অংশ নিয়ে ৭০ আসনের ২৮টি আসনে জয় পায় তার এএপি। অনেক কষাকষির পর কংগ্রেসের সঙ্গে জোট সরকার গঠন করছে এএপি।
মেট্রোরেলে চড়ে শপথ নিতে যাচ্ছেন কেজরিওয়াল
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর