ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নয় বছরের বালকের যুক্তরাষ্ট্র জয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
নয় বছরের বালকের যুক্তরাষ্ট্র জয়

ঢাকা: ইতিহাস গড়ল নয় বছরের বালক টেইলর আর্মস্ট্রং। যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ বালক হিসেবে দেশটির সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অ্যাকোনকাগুয়া জয় করেছে সে।

ছয় হাজার ৯শ ৬২ মিটার উচ্চতার পর্বতশৃঙ্গটি আন্দেজ পর্বতমালার মধ্যে অবস্থিত।

সম্প্রতি বাবা কেভিন আর্মস্টংকে সঙ্গে নিয়ে এই দু:সাধ্য কাজটি সাধন করে বালকটি। তাদের সঙ্গে শেরপা লাহওয়াং ধনদুপ নামে আরও একজন তিব্বতের পর্বতারোহী ছিলেন।

এতটুকু বয়সে সর্বোচ্চ শৃঙ্গ আরোহন সম্পর্কে আর্মস্ট্রং জানায়, যেকোন বালক চাইলেই আমার মতো হতে পারে। এজন্য দৃঢ়প্রতিজ্ঞা হওয়াই যথেষ্ট।

এ পর্যন্ত অ্যাকোনকাগুয়া জয় করতে গিয়ে শতাধিক লোক প্রাণ হারিয়েছেন।

বাবা কেভিন আর্মস্টং বার্তা সংস্থা এপিকে বলেন, তার ছেলে ছয় মাস ধরে প্রতিদিন দুইবার প্রশিক্ষণ শেষে এই সফলতার মুখ দেখতে পান।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।