ঢাকা: ভাইকে হত্যা করে আহমেদ আল-আওলানি নামে এক ইরাকি সংসদ সদস্যকে (এমপি) গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এসময় বাড়ির পাঁচ নিরাপত্তা প্রহরীকেও হত্যা করা হয়।
নিহত আওলানি সুন্নি সম্প্রদায়ভুক্ত। শিয়া সরকারের প্রধানমন্ত্রী নুরু আল-মালিকির বিরুদ্ধে আন্দোলনে সমর্থনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
একজন সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, শনিবার সকালে ওই এমপির বাড়িতে নিরাপত্তা কর্মীরা অভিযান চালায়। এসময় বাড়ির নিরাপত্তা কর্মীদের নির্বিচার গুলি করে হত্যা করে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এই ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
ধারণা করা হচ্ছে, পুলিশের ওই অভিযানে আওলানির বোনও নিহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর