লন্ডন: উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ইন্টারনেটের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণে চীনকে ‘প্রযুক্তির শত্রু’ বলে তিরস্কার করেছেন। বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তারবার্তা ফাঁস করে যুক্তরাষ্ট্রকে ক্ষেপিয়ে তোলে উইকিলিকস। অস্ট্রেলীয় প্রতিরক্ষা বাহিনী মনে করছে, তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করার প্রচেষ্টা চলছে। সেখানে তাকে মৃত্যুদ- দেওয়া হতে পারে।
৩৯ বছর বয়সী অ্যাসাঞ্জ ব্রিটেনের নিউ স্টেসম্যান সাময়িকীকে বলেন, ‘চীনের ইন্টারনেট ব্যবস্থার নাম হচ্ছে “গ্রেট ফায়ারওয়াল। ” সাইবারস্পেসের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বড় শত্রু। চীনের রয়েছে আগ্রাসী এবং অত্যাধুনিক প্রযুক্তি যা তার নিজের পাঠক এবং চীনের বাইরের সূত্রের মধ্যে ব্যবহার করে। ’
দেশটির কমিউনিস্ট সরকারের জন্য রাজনৈতিকভাবে ক্ষতিকর বা সংবেদনশীল তথ্য যাতে প্রকাশিত না হয় সেভাবেই চীনের নিষেধাজ্ঞার নকশা করা হয়েছে । ফেসবুক, ইউটিউব এবং টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কগুলো চীনে ব্লক বা নিষিদ্ধ করা হয়েছে।
অ্যাসাঞ্জের বিশিষ্ট সমর্থক প্রবীণ সাংবাদিক জন পিলজার বৃহস্পতিবার এই সাক্ষাতকারটি নেন। এসময় অ্যাসাঞ্জ দাবি করেন, এই সংক্রান্ত সব নথিপত্র সংবাদ জগতের মুঘল রুপার্ট মারডকের কাছে রক্ষিত আছে।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ১৩ জানুয়ারি ২০১১