ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বৈরুতে সমাহিত হবেন সাবেক অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
বৈরুতে সমাহিত হবেন সাবেক অর্থমন্ত্রী মোহাম্মদ চাতাহ

ঢাকা: গাড়িবোমায় নিহত লেবাননের সাবেক অর্থমন্ত্রী মোহাম্মদ চাতাহকে রাজধানী বৈরুতেই সমাহিত করা হবে। এজন্য শেষকৃত্য অনুষ্ঠানের সর্বশেষ প্রস্তুতি চলছে।



শুক্রবার বৈরুতের কেন্দ্রস্থলে শক্তিশালী গাড়িবোমা হামলায় চাতাহ ছাড়াও চারজন নিহত ও অন্তত ৫০ জন আহত হন। সিরিয়ায় সরকারবিরোধী বিদ্রোহীদের সমর্থনকারী একটি জোটের সভায় যোগ দিতে যাওয়ার পথে হামলার শিকার হন চাতাহ।

কোনো গোষ্ঠীই এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশ মনে করছে, শিয়া জঙ্গিরাই এ হামলা করেছে।  

সুন্নি মতাবলম্বী চাতাহ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও লেবাননের শিয়া হিজবুল্লাহ আন্দোলনের কঠোর সমালোচক ছিলেন। অর্থমন্ত্রীর পদ ছাড়াও তিনি সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরির উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

সিরিয়া সংকট নিয়ে সাম্প্রতিক সময়ে লেবাননে সুন্নি-শিয়া সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।


বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।