ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় রেলস্টেশনে আত্মঘাতী বোমায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
রাশিয়ায় রেলস্টেশনে আত্মঘাতী বোমায় নিহত ১৩

ঢাকা: রাশিয়ার দক্ষিণাঞ্চলে ভলগোগ্রাদ শহরের একটি রেলস্টেশনে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এ হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।

বাংলাদেশ সময় রোববার পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এক নারী এ আত্মঘাতী বোমা হামলা করেছেন বলে জানিয়েছে রাশিয়ার সন্ত্রাসবিরোধী কমিটি। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠীই এ হামলার দায় স্বীকার করেনি।

২০১৪ সালের অলিম্পিক গেমস রাশিয়ার সোচি শহরে অনুষ্ঠিত হবে। অলিম্পিক গেমসকে সামনে রেখে জঙ্গিগোষ্ঠীর এমন সহিংস কার্যক্রমের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে মস্কো।  

উত্তর ককেশীয় অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গি তৎপরতা বেড়ে গেছে। রাশিয়ার বড় শহরগুলোতেও জঙ্গি হামলা হয়েছে।

ভলগোগ্রাদ মস্কোর ৯০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সোচি শহর থেকে এ শহরের অবস্থান ৭০০ কিলোমিটার উত্তর-পূর্বে।  

রাশিয়ায় নারী আত্মঘাতী বোমা হামলাকারীরা ‘কালো বিধবা’ নামে পরিচিত। উত্তর ককেশীয় অঞ্চলে যুদ্ধে নিহত পরিবারের সদস্যদের মৃত্যুর প্রতিশোধ নিতেই তারা রাশিয়ার সাধারণ নাগরিকদের লক্ষ্য করে বোমা হামলা করে থাকেন।

গত অক্টোবরে একটি বাসে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হন। এক নারীই ওই হামলা করেছিলেন বলে ধারণা করা হয়েছিল। ২০১০ সালে মার্চ মাসে মস্কোতে এক নারীর আত্মঘাতী বোমা হামলায় ৩৫ জন নিহত হন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।