ঢাকা: গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর আন্তর্জাতিক বিমানবন্দর ও রাষ্ট্রায়ত্ব টেলিভিশন স্টেশনে হামলা করেছে বন্দুকধারীরা।
সোমবার রাজধানী কিনশাসায় এ ঘটনা ঘটে।
বন্দুকধারীরা রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেলে হামলা করে সাংবাদিকদের জিম্মি করে। টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার বন্ধ হওয়ার আগ মুহূর্তে দুই বন্দুকধারী সরকারবিরোধী সংক্ষিপ্ত বক্তব্যও দেয়।
এ যৌথ হামলার ঘটনায় কিনশাসার কেন্দ্রস্থলে রাস্তা-ঘাট জনশূন্য হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে সব দোকান।
পুলিশের মুখপাত্র কর্নেল মোয়ানা এম্পুতু বার্তা সংস্থা এএফপিকে বলেন, দুর্বৃত্তদের কাছে ধারালো অস্ত্র ও বন্দুক ছিল। তারা সাংবাদিকদের জিম্মি করে ফেলে।
তবে, সাংবাদিকদের মুক্ত করতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
আন্তর্জাতিক বিমানবন্দরটির এক শুল্ক কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রীয় টেলিভিশনে হামলার কয়েক মিনিট পর বিমানবন্দরে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা।
বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, তারা সব জায়গায় গুলি করছিল। আমরা সবাই পালাচ্ছিলাম।
তবে, এ দুই স্থানে হামলার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর