ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২৬ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
২৬ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

ঢাকা: যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিনের সঙ্গে শুরু হওয়া শান্তি আলোচনাকে আরও ফলপ্রসূ করতে ২৬ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এ নিয়ে তিন দফায় মোট ১০৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো দেশটি।



মঙ্গলবার সকালে এই বন্দিদের মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

বন্দিদের মুক্তির বিষয়ে তেলআবিব কর্তৃপক্ষ জানায়, সকালে দু’টি ভ্যান ১৮ বন্দিকে নিয়ে ওফের জেল থেকে বেরিয়ে রামাল্লার দিকে রওয়ানা হয়। এছাড়া, গাজা থেকে তিন জন ও পশ্চিম জেরুজালেম থেকে আরও পাঁচ বন্দিকে মুক্তি দেওয়া হয়।

গত জুলাইয়ে নতুন করে শান্তি আলোচনা শুরু হওয়ার পর ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের চার ধাপে মুক্তি দেওয়া হবে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
সম্পাদনা: জনি সাহা ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।