ঢাকা: স্ত্রীর কুমারিত্ব নিয়ে অপবাদ দেওয়ায় এক স্বামীকে ২০ বেত্রাঘাত দণ্ড দিয়েছেন সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি আদালত।
সোমবার সৌদি সংবাদ সংস্থা আল শারক অনলাইনে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার আরব আমিরাতভিত্তিক সংবাদ সংস্থা গালফ নিউজ জানায়, স্ত্রীর কুমারিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করলেও আদালতে তথ্য-উপাত্ত হাজির করতে না পারায় ওই স্বামীকে এই দণ্ড দেওয়া হয়েছে।
আল শারক জানায়, ইয়েমেনি নাগরিক ওই স্বামীর বিরুদ্ধে আদালতে অভিযোগ করে স্ত্রী বলেন, বাবা ও পাড়া-প্রতিবেশীর সামনেই তার কুমারিত্ব নিয়ে অপবাদ দিয়েছেন স্বামী। তিনি (স্বামী) বলেছেন, বর্তমান বিয়ের আগেও আরেকজনের সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং পরে সে বিয়ে ভেঙে যায়।
সংবাদ মাধ্যমটি জানায়, স্বামীর অপবাদ থেকে নিজের সম্মান ও সম্ভ্রম রক্ষা করতেই আদালতে যান স্ত্রী।
জানা যায়, আরব বিশ্বের বেশ কিছু অঞ্চলে বিয়ের আগে কোনো নারীর কুমারিত্বের ব্যাপারে নিশ্চয়তা পাওয়ার পরই বিয়েতে সম্মতি দেয় বরপক্ষ।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর