ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শুমাখারের অবস্থা উন্নতির দিকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
শুমাখারের অবস্থা উন্নতির দিকে

ঢাকা: মস্তিষ্কে অস্ত্রোপচারের পর জার্মানির সাবেক ফর্মুলা ওয়ান তারকা মাইকেল শুমাখারের অবস্থার কিছুটা উন্নতি ঘটেছে বলে মঙ্গলবার জানিয়েছেন তার চিকিৎসকরা।  

চিকিৎসকরা জানিয়েছেন, রাতে মাথায় আরেকটি স্ক্যান করার পর শুমাখার গতকালের চেয়ে ভালো আছেন কিন্তু তার অবস্থা এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নয়।



সাতবারের এই সাবেক ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন রোববার সকালে ফ্রান্সের আল্পস পর্বতের পাদদেশে মেরিবেল রিসোর্টে পরিবারের সদস্যদের সঙ্গে শখ করে স্কি করতে গিয়েছিলেন। এ সময় অকস্মাৎ দুর্ঘটনায় পতিত হন তিনি। পাথরখণ্ডে ধাক্কা খেয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান।

দুর্ঘটনার ১০ মিনিটের মধ্যেই তাকে হেলিকপ্টারে করে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের গ্রেনোবলে অবস্থিত ইউনিভার্সিটি হসপিটাল অব গ্রেনোবলে নিয়ে যায় পর্বত-পুলিশ।

শুমাখারের চিকিৎসক জ্যঁ ফ্রাসোয়া পায়েন বলেন, সোমবার রাতে একটি প্রাথমিক স্ক্যানের ফলাফলে দ্বিতীয় অস্ত্রোপচার করার জন্য একটু আশার আলো দেখা যাচ্ছে। তবে, আমরা বলতে পারছি না সে শঙ্কামুক্ত। আমরা কিছুটা সময় পেয়েছি। সামনের সময় আরও কঠিন হতে পারে।

তিনি বলেন, তার অবস্থা সম্পর্কে কোনো ভবিষ্যদ্বাণী করা যাচ্ছে না। বলা যাচ্ছে না কাল অথবা ছয় মাস পরে কি হবে।

৪৪ বছর বয়সী এই রেসারের জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চলছে। প্যারিস থেকে বিশেষজ্ঞ নিউরোসার্জনরা তার চিকিৎসার জন্য এসেছেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর

*কিংবদন্তি রেসার শুমাখার কোমায়
*জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শুমাখার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।