ঢাকা: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এ্যারিয়েল শ্যারন গুরুতর অসুস্থ। ২০০৬ সাল থেকে তিনি কোমায় আছেন।
৮৫ বছর বয়সী শ্যারন দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা শারিরীক সমস্যায় ভুগছেন।
২০০১ সালে তিনি দেশটির ১১তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০৫ সালে তিনি স্ট্রোক করেন। তারপর পরের বছর দ্বিতীয়বারের মতো বড় ধরনের স্ট্রোক করার পর তাকে কোমায় ভর্তি করানো হয়। এরপর থেকে কোমায় আছেন সাবেক এই জেনারেল।
শ্যারনের বর্তমান অবস্থা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে ইসরায়েলের টেল হাশোমার হাসপাতালের ডাক্তার জিভ রোর্টসটেইন জানান, আমি সর্বজ্ঞানী নই। তবে এটা বলতে পারি তার অবস্থা অবনতির দিকে। খুবই গুরুতর।
হাসপাতালে শ্যারনের পাশে তার পুরো পরিবার রয়েছেন। তার এক ছেলে ওমরি জেরুজালেম পোস্টকে জানান, আমরা আশাবাদী। বাবার বিষয়ে আমরা সবসময় ইতিবাচক।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর