ঢাকা: নববর্ষ উপলক্ষে তৈরি ‘হলুদ হাঁস’ তাইওয়ানে বিস্ফোরিত হয়েছে। অথচ নববর্ষ উদযাপন সামনে রেখে ধারণা করা হয়েছিল বিশ্ববাসীর দৃষ্টি কেড়ে নেবে রাবারের তৈরি ১৮ মিটার (৫৯ ফুট) দীর্ঘ এই হাঁস।
প্রদর্শনের ১১ দিন পর তাইওয়ানের উত্তরাঞ্চলে একটি বন্দরে মঙ্গলবার দুপুরে এ বিস্ফোরণ ঘটে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তাইওয়ানে প্রদর্শনের সময় গ্যাস দিয়ে ফোলানো বৃহৎ হাঁসের বিস্ফোরণ ঘটল। হাঁসটির নকশা করেছিলেন ডাচ শিল্পী ফ্লোরেন্তিজন হফম্যান।
প্রদর্শনীর আয়োজক হুয়াং জিং-তাই সাংবাদিকদের বলেন, ‘হলুদ হাঁসে’র ফ্যানদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আজ (মঙ্গলবার) আবহাওয়া অনেক সুন্দর ছিল, আমরা এখনও বিস্ফোরণের কোনো কারণ খুঁজে পাইনি। তবে, আমরা সতর্কভাবে এ ঘটনার কারণ খুঁজে বের করব।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দেশটির প্রধান বার্তা সংস্থা জানিয়েছে, ঈগল হয়তো হাঁসটির গায়ে নখ দিয়ে আঁচড় কেটেছিল। এজন্যই হাসঁটি বিস্ফোরিত হয়েছে।
২০০৭ সালে হফম্যানের নকশা করা ১৬.৫ মিটার দৈর্ঘ্যের একটি হাঁস নয়টি দেশের ১৩ শহর পরিভ্রমণ করে।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর