ঢাকা: মানুষের স্বাভাবিক ওজনের চেয়ে কয়েকগুণ বেশি ওই নারীর! ওজন ৩২ স্টোন (২০৩ কেজিরও বেশি)!
এমন ভারীদেহী নারীর নিম্নদেশও অস্বাভাবিক চওড়া, ৭ ফুট! হিসাব কষলে একজন মানুষের স্বাভাবিক উচ্চতার চেয়েও বেশি! সে হিসাবেই রেকর্ডবুকে স্থান করে নিয়েছে ওই নারীর অধোদেশ!
অবশ্য, নিজের ওজন বা নিম্নদেশের এমন অস্বাভাবিক আকৃতি নিয়ে মোটেই চিন্তিত নন সেই নারী। বরং তিনি খুশি এবং গর্বিত!
শিকাগোর সারাহ ম্যাসেইর কথাই বলা হচ্ছে! বয়স মাত্র ৩৩ বছর।
তিনি বলেন, আমি আমার ২০৩ কেজি শারীরিক ওজন এবং ৭ ফুট চওড়া নিম্নদেশ নিয়ে যথেষ্টই গর্বিত।
রেকর্ড গড়া এই নিম্নদেশ বা শরীর সারাহ‘র স্বাভাবিক যানচলাচলে খানিকটা বাধা দিতে পেরেছে, তবে তার মনোবল ভাঙতে পারেনি।
সারাহ দাবি করেন, এতো বড় অধোদেশ সত্ত্বেও তার চেয়ে অনেক কম বয়সী পুরুষও তার প্রতি আকর্ষণ বোধ করে, এদের মধ্যে তার স্বামী আলবার্টের কথাও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এই অধোদেশের পোজ দিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করার পর সেই ছবিটিতে অনেকগুলো লাইক ও কমেন্ট পড়েছে এবং সেগুলোর কমেন্টে বলা হয়েছে, ‘এরকম কোনো মডেলিংয়ের ছবি যদি আমরা পেতাম, তাহলে সেগুলো অনেক জনপ্রিয় হতো। ’
তবে, মার্কেটে নিজের কোনো পোশাক-আশাকই পাওয়া যায় না স্বীকার করে সারাহ বলেন, অস্বাভাবিক আকৃতির কারণে আমাকে অনলাইন মার্কেটে পরিধেয় কিনতে হয়।
বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, জানুয়ারি,০১, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর