ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্ববাসী স্বাগত জানালো নতুন বছরকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৪
বিশ্ববাসী স্বাগত জানালো নতুন বছরকে

ঢাকা: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিশ্ববাসী নতুন বছর ২০১৪ বরণ করে নিল। অবশ্য অকল্যান্ড, নিউজিল্যান্ডবাসী একটু আগেভাগেই নতুন বছরের উদযাপন করেছেন।



অস্ট্রেলিয়ার সিডনির হার্বার ব্রিজে হাজার হাজার উৎসাহী জনতা একত্রিত হয়। এরপর বর্ণিল উদযাপন হয়েছে চীনের বেইজিং, ইন্দোনেশিয়ার জাকার্তা এবং সিঙ্গাপুরের সিঙ্গাপুর সিটিতে।  
 
দুবাইয়ের সবচেয়ে বড় আলোকসজ্জার প্রদর্শনী হয়। হাজার হাজার লোক হংকংয়ের ভিক্টোরিয়া হার্বার থেকে আলোকসজ্জা প্রদর্শনী দেখতে পান।

 চীনে উহান সিটিতে ধোঁয়া সমস্যার কারণে যেকোন ধরণের আলোকসজ্জার নিষিদ্ধ করা হয়েছে।

জাপানে শিন্টো প্রিয়েস্টরা বিভিন্ন ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেন। জাপানি লোকজন ঐতিহ্যগতভাবে নববর্ষকে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পালন করে থাকেন।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৪
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।