ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শুমাখারের অবস্থার উন্নতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৪
শুমাখারের অবস্থার উন্নতি ছবি: সংগৃহীত

ঢাকা: সাতবার ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শুমাখারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।



মস্তিষ্কে দ্বিতীয়বার অপারেশনের পর তার অবস্থার কিছুটা উন্নতি হয়। তবে এখনো শঙ্কামুক্ত নন শুমাখার।

৪৪ বছর বয়সী এ তারকা বর্তমানে গ্রোনেবল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

চিকিৎসক জঁ ফ্রাঁসোয়া পেইন জানান, সোমবার রাতে তার মস্তিষ্ক স্ক্যান করে কিছুটা উন্নতির লক্ষণ দেখা যায়। ফলে তার মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচারের সুযোগ সৃষ্টি হয়।

পরবর্তী সময়গুলো তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান এ চিকিৎসক।

রোববার সকালে ফ্রান্সের আল্পস পর্বতমালায় পরিবারের সদস্যদের সঙ্গে স্কি খেলার সময় অকস্মাৎ দুর্ঘটনায় পতিত হন শুমাখার। এ সময় মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি।

দুর্ঘটনার পরপরই শুমাখারকে ইউনিভার্সিটি হসপিটাল অব গ্রেনোবলে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে ফর্মুলা ওয়ান রেসিংয়ে নামা জার্মান শুমাখার ২০০৬ সালে প্রথম দফা অবসর নেওয়ার পর ২০১০ সালে ফের রেসিংয়ে নেমে ২০১২ সালে দ্বিতীয় দফায় অবসর নেন।

তিনি জীবনের বেশিরভাগ স্বীকৃতিই ফেরারি’র হয়ে অর্জন করলেও রেসিং জীবনের শেষ প্রান্তে কিছুদিন মার্সিডিজের হয়ে ট্রাকে নামেন।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।