ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চেক রিপাবলিকে ফিলিস্তিনি কূটনীতিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৪, জানুয়ারি ১, ২০১৪
চেক রিপাবলিকে ফিলিস্তিনি কূটনীতিক নিহত

ঢাকা: মধ্য ইউরোপীয় রাষ্ট্র চেক রিপাবলিকে কর্মরত এক ফিলিস্তিনি কূটনীতিক নিহত হয়েছেন। বুধবার রাজধানী প্রাগে অবস্থিত নিজ বাড়িতে এক বিস্ফোরণে তিনি প্রাণ হারান বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।



ঘটনার পরপরই জামাল আল জামাল নামের ওই কূটনীতিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বিস্ফোরণের কারণ কি তা এখনও সঠিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ।

জামাল আল জামাল চেক রিপাবলিকে ফিলিস্তিনি মিশনের প্রধান ছিলেন বলেন বলে জানিয়েছে বিবিসি।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৪
সম্পাদনা: রাইসুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর (অ্যাক্ট.)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।