ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় হোটেলে গাড়ি বোমা হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৪
সোমালিয়ায় হোটেলে গাড়ি বোমা হামলায় নিহত ৮

ঢাকা: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে রাজনীতিবিদদের কাছে জনপ্রিয় একটি হোটেলকে লক্ষ্য করে চালানো গাড়ি বোমা ‍হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মোগাদিসু বিমানবন্দরের কাছে প্রসিদ্ধ জাজিরা হোটেলকে লক্ষ্য করে বুধবার মধ্যরাতে এ গাড়ি বোমা হামলা চালানো হয়।



স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গাড়ি বোমা হামলার আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।

এই হামলার দায় স্বীকার করেছে দেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন আল-শাবাব।

স্থানীয় বাসিন্দা আবদুল্লাহি হুসেইন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা প্রথমে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাই, তারপর নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে গুলি চালায়। কয়েক মিনিট পরই আরও বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং গুলিবিনিময়ের আওয়াজ আরও বেড়ে যায়।

দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, নিহতদের মধ্যে একজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য রয়েছেন।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ওয়ারসেম বলেন, প্রথম বিস্ফোরণে হতাহতদের উদ্ধারে এগিয়ে এলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানো হয়।

উল্লেখ্য, ২০১২ সালেও রাজনীতিবিদদের কাছে জনপ্রিয় এই হোটেলটিকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। তখন হোটেলটিতে প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ অবস্থান করছিলেন। সেবারের হামলায়ও অন্তত ৭ জন নিহত হয়।

বাংলাদেশ সময়: ০৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।