ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন অভিনেতা জেমস অ্যাভারির জীবনাবসান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৪
মার্কিন অভিনেতা জেমস অ্যাভারির জীবনাবসান দ্য ফ্রেশ প্রিন্স অব বেল এয়ার’র দৃশ্যে জেমস অ্যাভারি (মাঝে দাঁড়ানো)

ঢাকা: ‘আঙ্কেল ফিল’ খ্যাত যুক্তরাষ্ট্রের প্রখ্যাত অভিনেতা জেমস অ্যাভারি মারা গেছেন। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

অ্যাভারির মুখপাত্র সিনথিয়া স্নাইডার জানান, ওপেন-হার্ট সাজারি পরবর্তী জটিলতায় সংক্রমিত হয়ে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস কাউন্টির গ্লেনড্যাল শহরের একটি হাসপাতালে মারা যান অ্যাভারি।

অভিনয় জীবন পা রাখার আগে ১৯৬৮ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাজকীয় নৌবাহিনীতে কর্মরত ছিলেন তিনি। মৃত্যুকালে ২৬ বছর বয়সী স্ত্রী বারবারা, মা ফ্লোরেন্স অ্যাভারি ও একজন সৎ পুত্র রেখে গেছেন অ্যাভারি।

১৯৪৮ সালের ২৭ নভেম্বর ভার্জিনিয়ায় জন্ম নেওয়া অ্যাভারি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দ্য ফ্রেশ প্রিন্স অব বেল এয়ার’-এ ‘ফিলিপ ব্যাংক’ (প্রখ্যাত অভিনেতা উইল স্মিথ’র স্বনামী চরিত্রের ‘আঙ্কেল ফিল’) চরিত্রে অভিনয় করার জন্য বেশ খ্যাতি পান।

১৯৮০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত অর্ধ শতকেরও বেশি হলিউডি চলচ্চিত্রে কাজ করেন অ্যাভারি। তবে, ধারাবাহিক কাজের সুবাদে টেলিভিশন পর্দায়ই জনপ্রিয় ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।