ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকের ফাল্লুজাহ শহর বিদ্রোহীদের দখলে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৪
ইরাকের ফাল্লুজাহ শহর বিদ্রোহীদের দখলে

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমাঞ্চলে অবস্থিত আনবার প্রদেশের ফাল্লুজাহ শহর কার্যত দখলে নিয়েছে সুন্নি বিদ্রোহীরা। শহরের সীমানার বাইরে সেনাবাহিনী অবস্থান করলেও ফাল্লুজাহ’র সবগুলো পুলিশ স্টেশন এখন বিদ্রোহীদের দখলে।

দখলের পাশাপাশি সরকারি সব কর্মকর্তা-কর্মচারীকে এসব পুলিশ স্টেশন থেকে অপসারণ করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বুধবার বেশ কিছু সরকারি ভবন ও স্থাপনায় অগ্নিসংযোগ করেছে বিদ্রোহীরা। তবে, দখলকৃত পুলিশ স্টেশন ও সরকারি কার্যালয়গুলো থেকে কর্মকর্তা-কর্মচারীদের সরে যাওয়ার অনুমতি দিয়েছে তারা।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, আনবার প্রদেশে সুন্নিদের বিক্ষোভ ক্যাম্প গুড়িয়ে দেওয়া এবং ওই সম্প্রদায়ের একজন আইন প্রণেতার বাড়িতে নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট সহিংস পরিস্থিতে এ খবর এলো।

সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে, বুধবারও আনবার প্রদেশের রাজধানী রামাদিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই সংঘাত জাতীয় রাজধানী বাগদাদেও ছড়িয়ে পড়ছে।

গত সোমবার থেকে বাগদাদের শিয়া অধ্যুষিত বিভিন্ন অঞ্চলে গাড়ি ও আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত হয়। এসব হামলা সুন্নি অধ্যুষিত আনবারের বিদ্রোহীরা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

বাংলাদেশ সময়: ০৭৫০ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।