ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হাসপাতালে মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৪
হাসপাতালে মোশাররফ

ঢাকা: রাষ্ট্রদ্রোহ মামলায় বিচার শুরুর একদিন পর হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক পাকিস্তানি প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। বুধবার বিচার শুরু হলেও তিনি সেদিন আদালতে যাননি।

তবে আজ বৃহস্পতিবার বিচারকার্য শুরুর দ্বিতীয় দিনে আদালতে যাওয়ার সময় পথিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত উপস্থিতরা তাকে হাসপাতালে ভর্তি করান।

এক পাকিস্তানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শুনানির জন্য মোশাররফ আদালতে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে নিকটস্থ রাওয়ালপিণ্ডি সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়।

রাষ্ট্রদ্রোহ মামলায় এই নিয়ে তৃতীয়বারের মতো আদালতে যেতে ব্যর্থ হলেন ৭০ বছর বয়সী মোশাররফ। এর আগে জীবননাশের আশঙ্কায় তিনি দুইবার আদালতে যাননি।

১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মোশাররফ ক্ষমতা গ্রহণ করেন। কিন্তু ২০০৮ সালে তিনি ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। তারপর দীর্ঘদিন তিনি বিদেশে ছিলেন।

একাধিক মামলার বোঝা মাথায় নিয়েই গত বছর নির্বাচনে অংশগ্রহণের জন্য দেশে ফেরেন মোশাররফ। তার বিরুদ্ধে যতগুলো মামলা রয়েছে এরমধ্যে রাষ্ট্রদ্রোহ মামলাটিই সবচেয়ে গুরুতর।

মোশাররফ তার বিরুদ্ধে আনীত সব মামলা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।