ঢাকা: ছবিগুলো দেখে মনে হতে পারে এটি কোন সুপারহিরো মুভির দৃশ্য। কিন্তু না, বাস্তবেই মহাশূন্য থেকে লাফিয়ে পৃথিবীতে পড়েন তারা।
বিজ্ঞাপনটিতে দেখা যায়, একজন মহাশূন্য থেকে লাফিয়ে পড়ছেন। চারদিকে রাশি রাশি মেঘ। তার মধ্যে দিয়েই ওজনহীনভাবে ভেসে বেড়াচ্ছেন। সনি ক্যামেরার মাধ্যমে ছেবি তুলছেন। এরইমধ্যে আরো কয়েকজন মিলিত হন। ভাসমান অবস্থায় লেন্সও পাল্টান। একপর্যায়ে প্যারাসুটের মাধ্যমে পৃথিবীতে পৌছান।
ভিডিও দেখে যেকারো মতে হতে পারে এটি স্পেশাল ইফেক্ট এর মাধ্যমে তৈরি করা হয়েছে তাহলে ভুল করবেন। এটি কম্পিউটার থেকে তৈরি কোনো ভিডিও না। যা দেখছেন সবই বাস্তব।
নয়বার চেষ্টার ফল ভিডিওটি। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার নাজাম্বি এলাকা থেকে ভিডিওটি ধারণ করা হয়। চারজন দক্ষ স্কাইডাইভার এতে অভিনয় করেন।
টিভিসির পরিচালক জেফ গন্ট জানান, এটি অন্যান্য যেকোনো স্কাইডাইভ বিজ্ঞাপন থেকে আলাদা। দূর-মহাকাশ হওয়ার কারণে শুটিং এর সময় আমরা চারজনের কাউকেই দেখতে পারি নাই।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর