ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কম্বোডিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংর্ঘষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৪
কম্বোডিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংর্ঘষ

ঢাকা:  ন্যূনতম মজুরি ১৬০ ডলার করার দাবিতে কম্বোডিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।



প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, শুক্রবার সকালে কম্বোডিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর পেনম পেনে পোশাক শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে। এ সময় তারা ন্যূনতম মজুরি দ্বিগুণ বৃদ্ধির দাবিতে বিক্ষোভ প্রর্দশন করে।

কয়েক সপ্তাহ ধরে কম্বোডিয়ায় পোশাক শ্রমিকরা ন্যূনতম মজুরি ১৬০ ডলার বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছে। যদিও সরকার সর্বোচ্চ একশ ডলার করার প্রস্তাব দিয়েছে।

চ্যান সোভেত নামে এক মানবাধিকার কর্মী জানান, শুক্রবার পোশাক শ্রমিকরা আন্দোলনে নামলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে।

এদিকে কেং তিতো নামে সামরিক পুলিশের এক কর্মকর্তা জানান, শ্রমিক- পুলিশ সংর্ঘষে নয় পুলিশ সদস্য আহত হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া ঘটনাস্থল থেকে দুই বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, কম্বোডিয়ার আয়ের প্রধান উৎস এই পোশাক শিল্প। দেশটির প্রায় পাঁচ লাখ মানুষ এ শিল্পের সঙ্গে জড়িত।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৪
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।