ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাহুলকে প্রধানমন্ত্রী পদে যোগ্য বললেন মনমোহন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৪
রাহুলকে প্রধানমন্ত্রী পদে যোগ্য বললেন মনমোহন

নয়াদিল্লি: ক্ষমতাসীন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী প্রধানমন্ত্রী পদে সবদিক থেকে যোগ্য বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং।

শুক্রবার আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



স্পষ্ট না করলেও রাহুল গান্ধীকেই কংগ্রেসের পরবর্তী প্রধানমন্ত্রী প্রার্থী ইঙ্গিত দিয়ে মনমোহন বলেন, রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার সবরকম যোগ্যতা রয়েছে।

সঠিক সময়ে কংগ্রেসের প্রধানমন্ত্রী পদের প্রার্থীর নামও জানিয়ে দেওয়া হবে বলে জানান মনমোহন সিং।

আগামী নির্বাচনের পর দেশের দায়িত্ব নতুন প্রধানমন্ত্রীর হাতে অর্পণ করা হবে জানিয়ে তিনি বলেন, আগামী দিনে নতুন প্রজন্মের নেতারা দেশকে এগিয়ে নিয়ে যাবেন।

এছাড়া, নির্বাচনের পর তৃতীয় দফায় প্রধানমন্ত্রী পদে নিজে প্রার্থী হবেন না বলে জানিয়ে দেন অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রিধারী মনমোহন।

সংবাদ সম্মেলনে মনমোহন জানান, প্রতিবেশি রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখতে ভারত বদ্ধপরিকর।

নিজে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং ন্যস্ত দায়িত্বকে উপভোগ করেছেন বলেও জানান ভারতীয় প্রধানমন্ত্রী।

নির্বাচন শেষে পদত্যাগের ঘোষণা মনমোহনের

বাংলাদেশ সময়:  ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।