ঢাকা: শীতকালীন তুষার ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল। প্রচণ্ড তুষারপাতের কারণে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।
নিউইয়র্ক ও নিউজার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ম্যাসাচুসেটসের একটি শহরে ২১ ইঞ্চি পরিমাণ তুষার জমা হয়েছে।
অবস্থা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করেছেন যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদরা। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতর জানিয়েছে, আরও ব্যাপক তুষারপাত ও বায়ু প্রবাহ হতে পারে।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর