ঢাকা: ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ সবচেয়ে বড় জনদরদি। ২০১৩ সালে জনকল্যাণমূলক কাজে তিনি সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়েছেন।
গত ডিসেম্বরে জুকারবার্গ ও তার স্ত্রী প্রিসসিলা শান ক্যালিফোর্নিয়াভিত্তিক দাতব্য সংস্থা সিলিকন ভ্যালি কমিউনিটি ফাউন্ডেশনে ৯৯০ মিলিয়ন মার্কিন ডলার দান করেছেন।
ক্রনিকল অব ফিলানথ্রোপি’র মতে, জুকারবার্গ দম্পতির অনুদান ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের বিত্তশালীদের দেওয়া অনুদানের এক তৃতীয়াংশ। গত বছর যুক্তরাষ্ট্রে অনুদানের পরিমাণ ছিল ৩.৪ বিলিয়ন মার্কিন ডলার। গেল বছর জুকারবার্গসহ ১৫ জন জনদরদি ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি করে অনুদান দিয়েছেন।
২০১২ সালে জনদরদি হিসেবে দ্বিতীয় অবস্থানে ছিলেন জুকারবার্গ। ওই বছর সিলিকন ভ্যালি কমিউনিটি ফাউন্ডেশন ও ব্রেকথ্রো প্রাইজ ইন লাইফ সায়েন্সে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছিলেন তিনি। সেবছর ওয়ারেন বাফেট প্রথম স্থানধারী জনদরদি ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর