ঢাকা: মিশরে পুলিশ ও মুসলিম ব্রাদারহুডের বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
তবে মুসলিম ব্রাদারহুড দাবি করেছে, তাদের ১৭ কর্মী নিহত হয়েছেন।
রাজধানী কায়রো, আলেক্সজান্দ্রিয়া, ফাউয়ুম ও ইসলামিয়ায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।
‘সন্ত্রাসী’ সংগঠন ঘোষণা দেওয়ার পর সম্প্রতি মিশরের সরকার মুসলিম ব্রাদারহুডের ওপর দমনপীড়ন বাড়িয়েছে।
শুক্রবারের সহিংসতার সময় বিক্ষোভকারী পুলিশের ওপর পাথর নিক্ষেপ, গাড়িতে আগুন দেয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে ৫২ জন আহত হয়েছেন।
প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তাকে পুনবর্হালের দাবিতে আন্দোলন করছেন মুসলিম ব্রাদারহুড।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর