ঢাকা: ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরকারি বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাটে উঠছেন না। শনিবার পাঁচ শয়নকক্ষ বিশিষ্ট দুটি ডুপ্লেক্স ফ্ল্যাট না নেওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।
কেজরিওয়াল বলেন, আমার নতুন বাসায় উঠতে যাওয়াকে কেন্দ্র করে অনেক বিতর্কের সূচনা হয়েছে। আমি ছোট একটি বাসা চাচ্ছি। ওই বাসা না পাওয়া পর্যন্ত ঘাজিবাদে আমার নিজস্ব বাসা থেকেই কাজ করব।
তিনি জানান, শুক্রবার থেকে তার বন্ধু-বান্ধব, সমর্থকেরা ফোন করে ও বার্তা পাঠিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে যাওয়া উচিত হবে না বলে জানিয়েছেন। তাই তিনি ডুপ্লেক্স ফ্ল্যাটে উঠছেন না।
কার্যালয় ও বাসভবন হিসেবে কেজরিয়ালকে পাঁচ কক্ষ বিশিষ্ট দুটি ডুপ্লেক্স ফ্ল্যাট দেওয়ার পরেই সমালোচনার শুরু হয়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে সরকারি বাংলো-নিরাপত্তা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন কেজরিওয়াল।
বিজেপির এক নেতা বলেন, কেজরিওয়ালের ফ্ল্যাট নেওয়া তার দলের কৃচ্ছতা সাধন নীতির পরিপন্থি।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর