ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ওয়াশিং মেশিনে আত্মগোপন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৪, জানুয়ারি ৪, ২০১৪
ওয়াশিং মেশিনে আত্মগোপন!

ঢাকা: খুব কম জনই আছেন যারা শৈশবে লুকোচুরি খেলেন নি। প্রতিপক্ষকে হারাতে নিজেকে লুকিয়ে রাখতে কত স্থানই না আত্মগোপন করতে হয়।

কিন্তু কেউ কী শুনেছেন, ওয়াশিং মেশিনে লুকানোর খবর!

পাঠক এই লুকোচুরি খেলায় নিজেকে জয়ী করতে গিয়ে শ্বাস-প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল মার্কিন এক শিশুর।

কাজিনদের সঙ্গে লুকোচুরি খেলার সময় যুক্তরাষ্ট্রের উতাহ রাজ্যের সল্ট লেকের ১১ বছর বয়সী ওই শিশু ওয়াশিং মেশিনে লুকিয়ে ছিলেন।

ঘটনার দিন ওই মেয়ের মা বাসায় ছিলেন না। বড় মেয়ের কাছ থেকে ফোন পেয়ে জানতে পান ঘটনা। দ্রুত বাসায় ফিরে মেয়েকে বের করার চেষ্টা করেন। কিন্তু পরিবারের কোনো সদস্যের চেষ্টা সফল হয়নি।

অবশেষে জরুরি সেবা নম্বর ৯১১ তে ফোন করা হয়। ফোন পেয়ে উদ্ধারকারীরা দ্রুত চলে আসে। তারা ওয়াশিং মেশিনের ঢাকনা কেটে বের করেন মেয়েটিকে। মেয়েটিকে প্রায় দেড় ঘণ্টা থাকতে হয়েছে ওয়াশিং মেশিনে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।