ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে হোস্টেল টিউটরের বিরুদ্ধে ১১ ছাত্রী ধর্ষণের মামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৪
ভারতে হোস্টেল টিউটরের বিরুদ্ধে ১১ ছাত্রী ধর্ষণের মামলা

ঢাকা: ভারতের অন্ধ্র প্রদেশে শিক্ষার্থীদের একটি হোস্টলের টিউটরের বিরুদ্ধে ১১ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার এ মামলা হয়েছে।



অভিযোগপত্রে বলা হয়েছে, নালগোন্দা জেলার ওই হোস্টেলটির টিউটর ১১ ছাত্রীকে গত পাঁচ বছর ধরে যৌন হয়রানি করে আসছিলেন।

ওই ১১ জনের সবার বয়স ১৩ বছরের নিচে। এনজিও পরিচালিত ওই হোস্টেলে ছেলে-মেয়ে মিলে ৭৮ জন শিক্ষার্থী থাকে।

নালগোন্দা পুলিশ সুপার টি প্রভাকর রাও জানিয়েছেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আর হরিশের বিরুদ্ধে গতকাল একটি মামলা হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানান, অভিযুক্ত হরিশ একই হোস্টেলে থাকতেন। মেয়েদেরকে হুমকি-ধামকি দেখানো ও যৌন হয়রানি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ সুপার প্রভাকর রাও বলেছেন, ঘটনা জানাজানি হওয়ার পর হরিশ ছুটিতে গেছেন। আমরা শোনার পরই পদক্ষেপ নিয়েছে, মেয়েদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি।

তবে অনেকে বলছেন, হরিশকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।