ঢাকা: ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে লড়ছেন না আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল। রোববার সকালে নির্বাচনে না লড়ার সিদ্ধান্তের কথা জানান দিল্লির মুখ্যমন্ত্রী।
কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই- এএপির এক জ্যেষ্ঠ নেতা যোগেন্দ্র যাদবের এমন বক্তব্যের পর নিজের অবস্থান পরিষ্কার করলেন দিল্লির মুখ্যমন্ত্রী।
রোববার সকালে এএপি প্রধান বলেন, তিনি লোকসভা নির্বাচনে লড়ছি না।
লোকসভা নির্বাচন নিয়ে নিজেদের পরিকল্পনা নির্ধারণে বৈঠকে বসছে এএপি। নির্বাচনে কারা কারা লড়বেন তাদের তালিকাও কয়েকদিনের মধ্যে প্রকাশ করবে দলটি।
দল গঠনের এক বছরের মাথায় দিল্লির রাজ্য সরকার নির্বাচনে অংশ নেয় এএপি। নির্বাচনে দ্বিতীয় স্থান দখল করলেও কংগ্রেসের সহায়তায় সরকার গঠন করেছে দলটি।
দুর্নীতি বিরোধী আন্দোলনকর্মী কেজরিওয়াল দিল্লির শাসন ব্যবস্থায় সংস্কারের প্রতিশ্রুতবদ্ধ। এরইমধ্যে তিনি বিদ্যুতের দাম কমিয়েছে, পানি বিনামূল্য বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যে ভিআইপি সংস্কৃতির অবসান ঘটনার প্রতিশ্রুতি ছিল তার নির্বাচনী ইশতেহারে।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর