ঢাকা: অবিশ্বাস্য হলেও সত্য! একটি দুই মাথাওয়ালা গরুর বাছুর জন্ম নিয়েছে।
আফ্রিকার মরক্কোর উত্তরাঞ্চলীয় ফেজের সেফরো গ্রামে জন্ম নেওয়া ওই বাছুরটির নাম দেওয়া হয়েছে ‘সানা সাইদা’।
আরবি ভাষার এ নামের অর্থ হচ্ছে ‘শুভ নববর্ষ। ’
৩০ ডিসেম্বর জন্ম নেওয়ায় ‘সানা সাইদা’ বলে বাছুরটিকে ডাকছেন তার মালিক।
গ্রামবাসীর নজর কেড়েছে বাছুরটি। উৎসুক মানুষ বাছুরটিকে দেখার জন্য দূর-দূরান্ত থেকে এসে দেখছেন।
তবে ‘সানা সাইদা’য় প্রথম নয়, এর আগেও ঘটেছে এমন ঘটনা। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের ভেরমন্টের দুই মাথাওয়ালা এক বাছুরের জন্ম নয়। দুই মুখ দিয়েই বাছুরটি স্বাভাবিকভাবে খেতে পারত।
এর আগে নিউজিল্যান্ডে একটি বাছুর এক মাথা নিয়ে জন্ম নিলেও তার আট পা, চার কান ছিল। ২০১১ সালে জর্জিয়ায় দুই মাথা বিশিষ্ট একটি প্রাণীর জন্ম হয়।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর