কলকাতা: চলতি ২০১৪ সালে ভারতের লোকসভা নির্বাচন হবে ৫টি পর্যায়ে। সরকারিভাবে ঘোষণা না হলেও আগামী ১৬ এপ্রিল থেকে ১৩ মে’র মধ্যে এই নির্বাচন হতে পারে বলে সূত্রের খবর।
সংবিধান অনুযায়ী ফল বেরোনোর এক সপ্তাহের মধ্যে সরকার গঠনের কাজ সম্পূর্ণ করতে হবে।
সূত্রের খবর অনুযায়ী- আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করা হবে। দিন ঘোষণার বিষয়টিতে নজর রাখা হবে দেশের বিভিন্ন প্রান্তের পরীক্ষা, বিবাহ উৎসব এবং চাষের বিষয়টিকেও।
প্রথম পর্যায় ভোট হবে ১৬ এপ্রিল, পরের পর্যায় ২২ অথবা ২৩, পরের ভোটটি ৩০ এপ্রিল হতে পারে বলে মনে করা হচ্ছে। মে মাসের ৭ এবং ১৩ তারিখে ভোট হতে পারে শেষ ধাপে।
লোকসভার শীতকালীন অধিবেশনে ভোট অফ অ্যাকাউন্ট আনতে পারে সরকার। কংগ্রেসের তরফে কিছু গুরুত্বপূর্ণ বিল আনা হতে পারে। এর মধ্যে দুর্নীতি দমন বিল সহ আরও কিছু বিল আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।
আগামী ১৭ জানুয়ারি জাতীয় কংগ্রেসের বৈঠকে লোকসভা নির্বাচন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে অনুমান রাজনৈতিক মহলের।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৪
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন