ঢাকা: চীনের একটি মসজিদে পদদলিত হয়ে কমপক্ষে ১৪ নিহত ও ১০ জন আহত হয়েছেন। রোববার গ্রিনিচমান সময় ৫টা এ দুর্ঘটনা ঘটে।
উত্তরপশ্চিমাঞ্চলীয় নিংশিয়ার গুয়ুয়ানের ঝিজি শহরে ওই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
জানা গেছে, ধর্মীয় এক নেতার স্মরণানুষ্ঠানের পর ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের সময় হুড়োহুড়ি শুরু করলে এ ঘটনা ঘটে।
ঝিজি শহর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হুই অধ্যুষিত। চীনের বসবাসরত মুসলিম গোষ্ঠীগুলোর একটি হুই।
বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর