ঢাকা: যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলে প্রচণ্ড তুষারপাতের কারণে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হতে যাচ্ছে। শীতকালীন তুষারঝড়ে ওই অঞ্চলে দুই ফুট তুষার জমেছে।
আবহাওয়াবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের উত্তর ও মধ্যাঞ্চলে কনকনে ঠাণ্ডা বয়ে যেতে পারে। এতে তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ৫১ সেলিসিয়াসে (মাইনাস ৬০ ফারেনহাইট)।
প্রচণ্ড তুষারপাত যেসব স্থানে পড়ছে সেসব স্থানের বাসিন্দাদের পারতপক্ষে ঘরে বাইরে বের না হতে সতর্ক করা হয়েছে।
ওহিও, সাউথ ডাকোতা, ইলিনয়সহ বিভিন্ন অঙ্গরাজ্যে প্রচণ্ড তুষারপাত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। টেনেসিজ ও কেনটাকি কয়েক ইঞ্চি তুষারে ঢাকা পড়তে পারে।
প্রচণ্ড ঠাণ্ডার কারণে এরইমধ্যে ১৬ জনের প্রাণহানি ঘটেছে। রাস্তাঘাট সবকিছুতে তুষার জমায় যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। চলতি সাপ্তাহিক ছুটিতে ৩৭ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি কার্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।
কানাডার নিউফাউন্ডল্যান্ড দ্বীপে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দ্বীপটিতে প্রচণ্ড তুষারের কারণে ট্রান্সফর্মার নষ্ট হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর