ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধ থামাতে দক্ষিণ সুদানে যাচ্ছেন ‍সুদানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৪
যুদ্ধ থামাতে দক্ষিণ সুদানে যাচ্ছেন ‍সুদানের প্রেসিডেন্ট

ঢাকা: দক্ষিণ সুদানের সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ থামাতে উদ্যোগ নিচ্ছে সুদান। এরই অংশ হিসেবে দেশটি সফরে যাচ্ছেন সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির।



সফরকালে আল-বশির দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরের সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের উপায় খুঁজতে বৈঠক করবেন।

সুদানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট ওমর আল বশির সোমবার দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরের সঙ্গে রাজধানী জুবায় সাক্ষাৎ করবেন।

সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে এএপি জানিয়েছে, দক্ষিণ সুদানে যুদ্ধাবস্থা দূর করতে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে রাজনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে চায় সুদান।

চলমান যুদ্ধবিরতির জন্য সরকারি ও বিদ্রোহী বাহিনী আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো আশানুরুপ ফল আসেনি।

গেল বছরের ডিসেম্বরে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরকে উ‍ৎখাতের চেষ্টা চালায় সেনাবাহিনীর একটি অংশ।

কির অভিযোগ করেছেন, ওই ব্যর্থ অভ্যুত্থান চালিয়েছে ক্ষমতাচ্যুত ভাইস প্রেসিডেন্ট রিক মেচারের সমর্থকরা।

১৫ ডিসেম্বর থেকে সংঘর্ষ শুরু হওয়ার পর কয়েক হাজার ‍মানুষ নিহত হয়েছেন। ঘরছাড়া হয়েছেন দুই লাখ মানুষ। অনেক

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৪
সম্পাদনা: মনিরুজ্জামান/শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।