ঢাকা: ‘কিউরিওসিটি’র সফলতার পর আরেকটি রোভার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা। ২০২০ সালের মধ্যে লাল গ্রহটিতে পৌঁছানো হবে নতুন এ রোভার।
নাসার মঙ্গল মিশনের সঙ্গে সম্পৃক্ত বিজ্ঞানী মাইকেল মেয়ের এ পরিকল্পনার কথা জানিয়েছেন।
সোমবার ভারতের চেন্নাইয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির বার্ষিক সম্মেলনে এ ঘোষণা দেওয়ার পাশাপাশি তিনি জানান, কিউরিওসিটির কার্যক্রম অব্যাহত থাকবে।
মঙ্গলে ২০২০ সাল পর্যন্ত ‘কিউরিওসিটি’ রাখবে নাসা।
মঙ্গলের ভূ-ত্বক ও গঠন কাঠামো সম্পর্কে তথ্য সংগ্রহে প্রথমবারের মতো ২০০৩ সালে রোভার পাঠায় নাসা।
নতুন রোভারটি ২০১১ সালে পাঠানো কিউরিওসিটির গঠন কাঠামো সদৃশ বলে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৪
সম্পাদনা: জাকারিয়া খান/শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর