ঢাকা: নিজে দেশে একটি রেস্টুরেন্টে ঢুকতে পারেন না পাকিস্তানিরা। ইসলামাবাদে ফরাসি ওই রেস্টুরেন্টের সামনে ঝুলানো থাকে ‘পাকিস্তানিদের জন্য নয়’ সাইনবোর্ড।
অবশেষে সমালোচনার মুখে পড়ে ‘পাকিস্তানিরা নিষিদ্ধ’ নীতিধারী ওই রেস্টুরেন্টটি বন্ধ করে দিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।
‘লা মাইসোঁ’ নামের ওই রেস্টুরেন্টে ফরাসি রেসিপিতে রান্না হত। আর রান্নায় থাকত মদ। এছাড়া শুয়োরেরও মাংস ছিল খাবাবের তালিকায়।
‘পাকিস্তানিরা ঢুকতে পারবেন না’ লেখা শীর্ষক সাইনবোর্ড লাগানো রেস্টুরেন্টের মালিক ফিলিপো লাফর্গ। তার দাবি, মুসলমানদের ধর্মীয় অনুভূতি ও সংস্কৃতির প্রতি আঘাত না করতে তার এ নীতি।
কিন্তু তার এ নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকে ফিলিপো লাফর্গের এ নীতিকে ‘বর্ণবাদী’ হিসেবে অভিহিত করেন। অনেকে ব্রিটিশ শাসিত ভারতে ‘ভারতীয়রা নিষিদ্ধ’ এমন ক্লাবের সঙ্গে তুলনা করেন ‘লা মাইসোঁ’কে।
রেস্টুরেন্টে পুলিশি অভিযানের আগে লাফর্গ বলেছিলেন, ‘আমি কী করতে পারি? আমি শুধু স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান দেখাচ্ছি। দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন। ’
এবারই প্রথম নয়, এর আগেও ২০০৯ সালে আরেকটি ফরাসি রেস্টুরেন্টে ‘শুধু বিদেশিরা প্রবেশ করতে পারবেন’-এ লেখা সম্বলিত বোর্ড ঝুলানো ছিল। তবে প্রতিবাদ হলে পরে তা সরিয়ে ফেলা হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর