ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাঁতার না জেনেও সাগরে ৬০ ঘণ্টা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৪
সাঁতার না জেনেও সাগরে ৬০ ঘণ্টা

ঢাকা: সাঁতার না জেনেও সাগরে ৬০ ঘণ্টা কেটে গেছে এক তাইওয়ানি।   প্রাণে বেঁছে গেছেন তিনি।

এ ভাগ্যবান হচ্ছেন সে লিয়েন-ফা।

তাইওয়ানের এক সমুদ্র সৈকতে তাকে উদ্ধার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লিয়েন-ফা সাঁতরাতে পারেন না।

শুক্রবার হুয়ালিয়েন কাউন্টির একটি সৈকতে বড় বড় ঢেউ তাকে টেনে নিয়ে যায়। চেষ্টা করেও সৈকতে ফিরতে পারেননি তিনি।

রোববার ৪২ বছর বয়সী ওই ব্যক্তিকে ৭৫ কিলোমিটার দূরে অন্য আরেকটি সৈকতে উদ্ধার করা হয়। একটি ছোট কাঠের গুড়িতে ভর করে ছিলেন তিনি।

লিয়েন-ফা জানান, একটি ঢেউ সামলে উঠতে পারলেও দ্বিতীয় ও বড় ঢেউটি তাকে টেনে নিয়ে যায়। ভাসতে থাকার সময় তার মনে হচ্ছিল পাশ দিয়ে যাওয়া জাহাজ তাকে তুলে নেবে। উপকূলের পাশে রাস্তায় আলো দেখলে হাত-পা নাড়িয়ে পানি ছিটিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তিনি।

সাগরের ঢেউয়ে ভাসতে ভাসতে সৈকতে চলে আসেন তিনি। সৈকতের বালুর স্পর্শ পাওয়ার পর নিজেকে ফিরে পান তিনি।

দু’দিন পানিতে থাকায় অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তার পানিশূন্যতা দেখা দিয়েছে ও শরীরে ব্যথা ধরেছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।