ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে ট্রেনের বগিতে আগুন লেগে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৪
ভারতে ট্রেনের বগিতে আগুন লেগে নিহত ৯

ঢাকা: ভারতের মহারাষ্ট্রে একটি ট্রেনের তিনটি বগিতে আগুন লেগে এক নারীসহ নয়জন নিহত হয়েছেন।

জানা গেছে, দেরাদুন এক্সপ্রেসের দ্বিতীয় শ্রেণীর একটি বগি থেকে আগুনের সূত্রপাত হয়।

এরপর তা অন্য দুটি বগিতে ছড়িয়ে পড়ে।

ভারতীয় সময় মঙ্গলবার দিনগত রাত আড়াইটায় এ আগুন লাগে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা জানা যায়নি। খবর বিবিসির।

সংবাদমাধ্যম জানায়, ট্রেনটি মুম্বাই থেকে ভারতের উত্তরাঞ্চলের শহর দেরাদুন যাচ্ছিল। পথিমধ্যে মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার দাহানু এলাকায় ট্রেনের বগিতে আগুন লাগে।

এ বিষয়ে  শরৎ চন্দ্রায়ন নামে পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, আগুন লাগার খবরে যাত্রীদের বগিতে নামিয়ে দেওয়া হয়।

তিনি জানান, এক প্রত্যক্ষদর্শী তাদের জানিয়েছেন যে, একটি বগি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ বিষয়ে এখন খতিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে ও দেরাদুন এক্সপ্রেসের যাত্রীদের তাদের গন্তব্যে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে অন্ধ্রপ্রদেশে একটি ট্রেনে আগুন লেগে দুই শিশুসহ মোট ২৬ জন মারা যান।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৪
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।