ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন বিমান বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৪
মার্কিন বিমান বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

ঢাকা: যুক্তরাজ্যের পূর্ব ইংল্যান্ডের নরফোক কাউন্টিতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর (ইউএসএএফ) হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হয়েছে।

বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বিমানবাহিনীর ‘নিম্ন পর্যায়ের’ প্রশিক্ষণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।



স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হেলিকপ্টারটি উত্তর নরফোকের ‘ক্লে নেক্সটা দ্য সী’ এলাকায় বিধ্বস্ত হয়। জরুরি উদ্ধারকারী সংস্থা ঘটনাস্থলে পৌঁছেছে।

ইউএসএএফ এর মুখপাত্র দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘এইচএইচ-৬০জি পেভ হাওক’ নামক হেলিকপ্টারটি ইংল্যান্ডের বিমানঘাঁটি রাফ লাকেনহিথ ইন সাফোক’র অধীনে ছিলো।

মুখপাত্র আরও জানান, হেলিকপ্টারটিতে সাধারণত ৪ জন যাত্রীই বহন করা হয়।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।