ঢাকা: ভারতের অন্ধ্রপ্রদেশে ক্ষমতাসীন কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধীর নামে নির্মিত হচ্ছে একটি মন্দির। এরই মধ্যে নির্মাণাধীন ওই মন্দিরে গড়ে তোলা হয়েছে সোনিয়া গান্ধীর একটি ভাস্কর্য।
মন্দিরটি নির্মাণ করছেন কংগ্রেস আইনপ্রণেতা পি শঙ্কর রাও। দলের প্রধানের সম্মানে তিনি ভাস্কর্যটি নির্মাণ করেছেন বলে জানান তিনি।
অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা রাজ্য গঠন করায় কৃতজ্ঞতাবশত সোনিয়া গান্ধী মন্দিরটি নির্মাণ করা হচ্ছে।
তার মতে, ভাস্কর্যটিতে সোনিয়া গান্ধীকে ‘তেলেঙ্গানা তাল্লি’ (তেলেঙ্গানার মা) হিসেবে তুলে ধরা হয়েছে।
তেলেঙ্গানাবাসীর আলাদা রাজ্যের দীর্ঘ দিনের দাবি পূরণ করার ক্ষেত্রে সোনিয়া গান্ধীর ভূমিকাকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ ভাস্কর্য নির্মাণ সম্পর্কে শঙ্কর রাও বলেন, ‘এটি আমাদের ধন্যবাদ জানানোর প্রথা। ’
ভারতের রাজনীতিতে অন্যতম ক্ষমতাধর রাজনীতিক হচ্ছেন ইতালীয় বংশোদ্ভূত ৬৭ বছর বয়সী সোনিয়া। কংগ্রেস পার্টির প্রধান সোনিয়া প্রধানমন্ত্রী না হলেও সরকার প্রধান হিসেবে প্রভাব রাখেন বলে অনেকেই মনে করেন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর