ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুর্নীতিবাজ কর্মকর্তাদের ধরতে কেজরিওয়ালের হেল্পলাইন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৪
দুর্নীতিবাজ কর্মকর্তাদের ধরতে কেজরিওয়ালের হেল্পলাইন

ঢাকা: এ যেন বলিউডের আলোচিত ‘নায়ক’ সিনেমার বাস্তব রূপ। দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের ধরতে হেল্পলাইন খুলেছেন ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লীতে জনসেবার নামে ঘুষগ্রহীতাদের ধরতেই এই কৌশল অবলম্বন করেছেন তিনি।

বুধবার হেল্পলাইন খোলার প্রথম তিনঘণ্টার মাথায় ৩ হাজারেরও বেশি কল আসে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, প্রতিমুহূর্তেই বাজছে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন।

ফোন করার পর মুখ্যমন্ত্রীর অফিস থেকেই পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা দেওয়া হবে। জানিয়ে দেওয়া হবে কিভাবে গোঁপনে অডিও বা ভিডিওর এর মাধ্যমে ঘুষ চাওয়ার তথ্যপ্রমাণ রেকর্ড করতে হবে। এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে সরকারের দুর্নীতি বিরোধী টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে যে সরকারি কর্মকর্তা ঘুষ দাবি করেছেন তাকে হাতেনাতে ধরে ফেলবে। আর এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আইনী অ্যাকশন নেওয়া হবে।

সকালে ৮ থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত ০১১-২৭৩৫৭১৬৯ নম্বর খোলা থাকবে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।