ঢাকা: জীবন দিয়ে আত্মঘাতী হামলা থেকে নিজের স্কুল রক্ষা করল এক পাকিস্তানি বালক। সোমবার দেশটির হাঙ্গু এলাকায় এই ঘটনা ঘটে।
প্রতিদিনের মতো সেদিনও আইতাজ হাসান (১৫) বন্ধুদের নিয়ে স্কুলের বাইরে খেলছিল। এমন সময় তার চোখে পড়ল শরীরে বোমা বেঁধে একজন আত্মঘাতী হামলাকারী স্কুলের দিকে এগিয়ে যাচ্ছে। এটি দেখে আইতাজ হাসানের অন্য বন্ধুরা দৌঁড়ে পালালেও সে নিজে হামলাকারীরা বাঁধা দেয়। ধস্তাধস্তির একপর্যায়ে সেখানেই বোমার বিস্ফোরণ হয়। নিহত হয় আইতাজ হাসান। বেঁচে যায় ২ হাজার নবীন শিক্ষার্থীর প্রাণ।
এই ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার পর থেকে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সবাই বালকটির সাহসী কর্মকাণ্ডের প্রশংসা করেন।
বালকটির বাবা মুজাহিদ আলী পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকাকে জানায়, আমার ছেলে হয়ত আমাকে কাঁদিয়ে চলে গেছে কিন্তু হাজার হাজার মায়ের কান্না থামিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৩
সম্পাদনা: কবির হোসনে, নিউজরুম এডিটর