ঢাকা: ভারতের আলোচিত নতুন ধারার রাজনৈতিক দল আম আদমি পার্টির (এএপি) পালে হাওয়া লেগেছে। দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে দলটি।
ধীরে ধীরে দলটির জনপ্রিয়তা যে বাড়ছে তার প্রমাণ পাওয়া যায় দিল্লীর বাইরে মহারাষ্ট্রেও। সেখানে মাত্র ১০ দিনের ব্যবধানে ৫ লক্ষাধিক মানুষ আম আদমিতে যোগ দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন বলিউড স্টার, দলিত কর্মী, ব্যাংকার, সম্পাদক, ব্যবসায়ী, গৃহিণী, আইনজীবীসহ নানা পেশার মানুষ। একই অবস্থা পুরো ভারত জুড়েই।
ভারতে লোকসভার নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই এএপি প্রধান ও দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তা বাড়ছে।
দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই সরকারি বাংলো ও নিরাপত্তা নিতে অস্বীকৃতি জানান তিনি। তারপর দিল্লিবাসীর জন্য বিনামূল্যে সুপেয় পানি সরবরাহের ঘোষণা দেন। গত সপ্তাহে দিল্লির ছিন্নমূল মানুষের জন্য পরিত্যক্ত বাসে রাতযাপনের ব্যবস্থা করার ঘোষণা দেন। এরপর গতকাল দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের ধরতে হেল্পলাইন চালু করলেন। এসব কর্মকাণ্ডের কারণেই এএপি এখন ভারতের সবচেয়ে জনপ্রিয় দল।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর