ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লি থেকে মার্কিন কূটনীতিক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
দিল্লি থেকে মার্কিন কূটনীতিক বহিষ্কার দেবযানী খোবরাগাড়ে

ঢাকা: নারী কূটনীতিক দেবযানী খোবরাগাড়ে ভারতের উদ্দেশে রওয়ানা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের এক কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত।

নাম-পরিচয় প্রকাশ না করলেও স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দেবযানীর সমপর্যায়ের এক কূটনীতিককে নয়াদিল্লি দূতাবাস থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।



এই সিদ্ধান্তের কারণে নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্কে বেশ তিক্ততার সৃষ্টি হবে বলেই মনে করছেন আন্তর্জাতিক ও রাজনীতি বিশ্লেষকরা।

এর আগে, কূটনৈতিক অধিকার বলে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে পারবেন বলে দেশটির ফেডারেল গ্র্যান্ড জুরি জানানোর পর ভারতের উদ্দেশে রওয়ানা হন দেবযানী।

উল্লেখ্য, গ্রেফতারের পর ভারত সরকারের আবেদনের প্রেক্ষিতে দেবযানীর ডিপ্লোম্যাটিক ইমিউনিটির আবেদন অনুমোদন করে যুক্তরাষ্ট্র সরকার এবং আদালতে উপস্থিতি থেকে রেহাই পান দেবযানী।

গৃহপরিচারিকার ভিসার আবেদনে তথ্য জালিয়াতি এবং তাকে নির্ধারিত মজুরির চেয়ে কম মজুরি দেওয়ার অভিযোগে গত ১২ ডিসেম্বর নিউইয়র্কে দেবযানীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় প্রকাশ্যে তার হাতে হাতকড়া পরানো হয় এবং ধরে নিয়ে গিয়ে বিবস্ত্র করে দেহ তল্লাশি করা হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ভারত। এমনকি ভারতজুড়ে দায়িত্বরত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটের অনেক সুযোগ-সুবিধাও স্থগিত করে নয়াদিল্লি কর্তৃপক্ষ।

মাঝখানে দু’পক্ষের মধ্যে সমঝোতার ইঙ্গিত পাওয়া গেলেও ফের যুক্তরাষ্ট্র সরকারের কঠোর অবস্থানে শুক্রবার পাল্টা প্রতিক্রিয়া জানালো ভারতও।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।