ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী শ্যারনের জীবনাবসান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী শ্যারনের জীবনাবসান

ঢাকা: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।



শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী তেল আবিবের বাইরে শেবা মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্যারন।

সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর মৃত্যুর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষও শিগগির বিবৃতি দেবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০০৬ সাল থেকে কোমায় ছিলেন শ্যারন। দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা ধরনের রোগে ভুগছিলেন তিনি।

২০০১ সালে দেশটির ১১তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন শ্যারন। ২০০৫ সালে তিনি স্ট্রোক করেন। তারপর পরের বছর দ্বিতীয়বারের মতো বড় ধরনের স্ট্রোক করার পর তাকে কোমায় রাখা হয়।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মারা যাওয়ার সময় শ্যারনের পাশে তার পরিবারের প্রায় সব সদস্যই ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।