ঢাকা: বুধবার ডান কানে প্রচণ্ড ব্যথায় খুব ভোরে ঘুম ভাঙে অস্ট্রেলিয়ান নাগরিক হেন্দ্রিক হেলমারের। ঘুমন্ত অবস্থায় বিষাক্ত মাকড়সা কানের ভেতর ঢুকতে পারে প্রাথমিকভাবে এমনটিই ধারনা করেন হেন্দ্রিক।
কিন্তু না, অবস্থা বেগতিক। ব্যথা ক্রমাগত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দ্রুত ছুটে যান হাসপাতালে। ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে কানের ভেতের আস্ত তেলাপোকার সন্ধান পান।
প্রথমেই তারা ওষুধের মাধ্যমে তেলাপোকাটি মেরে ফেলেন। তারপর ফোরসেপ দিয়ে পোকাটি বের করে আনেন ডাক্তাররা। আর এসব কিছুই হয় অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় ডারউয়িন শহরের একটি হাসপাতালে।
হাসপাতালের ডাক্তাররা এবিসি নিউজকে জানান, এর আগে তারা কখনো কোনো ব্যক্তির কানের ভেতর থেকে এতবড় আকারের পোকা বের করেননি।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর